"চোখের বালি" বাংলা সাহিত্যের স্মরণীয় বিশিষ্ট ঔপন্যাসিক "রবীন্দ্রনাথ ঠাকুর" এর লিখিত শ্রেষ্ঠ একটি উপন্যাস।

"চোখের বালি" ১৯০৩ সালে লিখিত বাংলা সাহিত্যের প্রথম সচেতন সাইকোলজিক্যাল উপন্যাস। বুঝাই যাচ্ছে, উপন্যাসটি কোন ক্যাটাগরির ওপরে লিখিত।

শুরুটা হয় বিনোদিনী নামের চরিত্রের সাথে গল্পের নায়ক মহেন্দ্রের বিয়ের কথা দিয়ে। সে আলোচনা ভুলেই মাঝে এসে উপস্থিত হয় বিনোদিনীর কুঁড়ে খাওয়া জীবন। উল্লেখিত হয়েছে আশা মহেন্দ্রের দাম্পত্য সুখী জীবনের বর্ণনা। গোপনে এসেই যেন ভালোবাসার নিদারুণ বর্ণনা ধরা দেয় "চোখের বালি" বইয়ে। ছোট বর্ণনায় উপস্থিত হয় আশার প্রতি বিহারীর দুর্বলতা। 

হঠাৎ করেই যেন স্ত্রী, পরিবার সব ভুলে মহেন্দ্র দিশেহারা হয়ে যায়। তার বিনোদিনীকে লাগবে! কে সেতবে একমাত্র সেই বুঝি মহেন্দ্রকে ছন্নছাড়া জীবন থেকে বিরহের জ্বালা কাটিয়ে সুখ দিতে পারে।https://www.boierkotha.com/